পদ্মা সেতু উদ্বোধনে চার হাজার লোকের সুধি সমাবেশ নিয়ে প্রস্তুতি সভা   

  লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৭ জুন ২০২২, ২১:৩৫ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০৮

পদ্মা সেতু উদ্বোধনের পরপরই মাওয়ায় চার হাজার লোকের সুধি সমাবেশ হবে। এই সুধি সমাবেশ নিয়ে এখন প্রস্তুতি চলছে ।  সেতু উদ্বোধন সুধি সমাবেশ কে কেন্দ্র করে প্রনিত কর্মসুচি বাস্তবায়নের লক্ষে এক বিশেষ সভা  মঙ্গলবার সকালে মাওয়া শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটি-এর ড্রেজার বেইজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মেদ, মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি চৌধুরী, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম,  সিভিল সার্জন মোহাম্মদ মঞ্জুরুল আলম, লৌহজং উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার জেলা আওয়ামীলেিগর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তোপাজ্জল হোসেন তপন প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত