পদ্মা সেতুর সোনালী অধ্যায়ে মাদারীপুর পৌরসভার প্রাক বাজেট আলোচনা ও গণ শুনানী
প্রকাশ: ২১ জুন ২০২২, ১৫:০৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০০:২৪
পদ্মা সেতুর সোনালী অধ্যায়ে মাদারীপুর পৌরসভার প্রাক বাজেট আলোচনা ও গণ শুনানীতে বক্তারা আগামীবছর মাদারীপুর পৌরসভায় আধুনিক সমৃদ্ধশালী ও জনবান্ধব উন্নয়ণশীল বাজেট প্রত্যাশা করেন।
মঙ্গলবার সকালে মাদারীপুর পৌরসভার মিলনায়তণে সচেতন নাগরিক কমিটি( সনাক) মাদারীপুর এর সহযোগিতায় মাদারীপুর পৌরসভার আয়োজনে মাদারীপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট প্রস্তুত উপলক্ষে প্রাক-বাজেচ ও ও গণশুনানী অনুষ্ঠানে বক্তারা তাদেও বক্তব্যে এ প্রত্যাশা করেন।
সচেতন নাগরিক কমিটি( সনাক) মাদারীপুর এর সভাপতি সাংবাদিক ইয়াকুব খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাক বাজেটে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। মাদারীপুরের বিশিষ্ট আবৃত্তিকার শাহাদাত হোসেন লিটন এর সঞ্চালনায় আরো উপস্থিতচিলেন মাদারীপুর পৌরসভা পৌর নির্বাহি কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াসসহ পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী ও সুধী নাগরিকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত