পদত্যাগপত্রে যা লিখলেন ব্রিটেনের বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৯:৪৫ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বুধবার পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। বিবিসির খবরে বলা হয়েছে, সুয়েলা মন্ত্রিপরিষদের দুটি নীতি ভঙ্গ করেন। প্রথমত সরকারি কাজে তিনি তার ব্যাক্তিগত ইমেইল ব্যবহার করেন। দ্বিতীয়ত তিনি এমন একজন ব্যক্তিকে সরকারি নথি প্রদান করেন যার কাছে এ নথি দেওয়ার কথা নয়। এ দুটি কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রধানমন্ত্রী লিজ ট্রাস তার প্রধানমন্ত্রিত্ব টেকাতে সুয়েলাকে সরিয়ে দিয়েছেন। সুয়েলা তার পদত্যাগপত্রে ভুল করার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন `আমি ভুল করেছি।' তবে পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও বর্তমান সরকারের নীতিকে কটাক্ষ করেছেন। তিনি আকারে ইঙ্গিতে লিজ ট্রাসের পদত্যাগ চেয়েছেন। তিনি বুঝিয়েছেন, মিনি বাজেট ঘোষণা করে ব্রিটেনের অর্থনীতি টালমাটাল করে দিয়ে প্রধানমন্ত্রী লিজ ট্রাস যে ‘ভুল’ করেছেন তাতে তারও পদত্যাগ করা উচিত। 

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আজ সকালে, আমি আমার ব্যাক্তিগত  ইমেইল থেকে সংসদের একজন সহকর্মীর কাছে সরকারি একটি নথি পাঠাই। সরকারের অভিবাসন নীতি নিয়ে সমর্থন পাওয়ার জন্য এটি করি আমি। 

এটি নিয়মের একটি লঙ্ঘন। আমি যখন আমার ভুল বুঝতে পারি। আমি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাই এবং মন্ত্রী পরিষদ সচিববে বিষয়টি জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি নিজেকে সবার উপরে বিবেচনা করি, আমার পদত্যাগ করার বিষয়টি সঠিক সিদ্ধান্ত।

নিজের পদত্যাগের শেষ ভাগে আকারে ইঙ্গিতে লিজ ট্রাসকে কটাক্ষ করেন সুয়েলা। তিনি শেষ ভাগে লিখেছেন, সরকারের কার্যক্রম নির্ভর করে মানুষ তাদের ভুলগুলো মেনে নেওয়ার ওপর। 

ভান ধরা যে আমরা ভুল করিনি। এমনভাবে চলছি যেন এগুলো (ভুলগুলো) আমরা করিনি। আমি আশা করছি জাদুকরিভাবে বিষয়গুলো ঠিক হবে, সত্যিকারের রাজনীতি না। আমি একটি ভুল করেছি; আমি দায় নিচ্ছি; আমি পদত্যাগ করলাম। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত