পঞ্চগড় সীমান্তে বিজিবির  চোরাচালান রোধে আলোচনা মতবিনিময় সভা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৫০

পঞ্চগড়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের চিকিৎসা সেবা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা  শিবির ও সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা ঢাঙ্গীপুকুরী দ্বিমুখী উচ্চ  বিদ্যালয় চত্বরে এই স্বাস্থ্যসেবা  ক্যাম্প ও সচেতনতামূলক সভার আয়োজন করে বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়ন।

জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এসময় অন্যান্যের মধ্যে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ-নুর-ই-আলম, ঢাঙ্গীপুকুরী উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়র সন্বয়ক ফজলে রাব্বি প্রমূখ বক্তব্য দেন।

সভায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা, মাদকদ্রব্য ও গরুসহ যে কোন চোরাচালানের সঙ্গে জড়িত না হওয়া, বাংলাদেশী লোকজন বা গবাদী পশু দ্বারা ভারতীয় কৃষকের ফসল নষ্ট না করা,  সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে কোন ধরণের গুজব প্রচার না করা এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের অধিক উচ্চতার ফসল চাষাবাদ না করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

এছাড়া বিজিবির এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকেরা সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বয়সী নারী, শিশু ও পুরুষদের স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। এসময় ওই এলাকার অন্তত ৮০০ জন মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত