পঞ্চগড়ে হামলাকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে চিকিৎসকদের আল্টিমেটাম

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৩ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৬

পঞ্চগড়ে চিকিৎসকের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরকারী ও বেসরকারি পর্যায়ে কর্মরত চিকিৎসকগন কালো ব্যাচ ধারন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জানা যায় বুধবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় ডায়বেটিক হাসপাতালে পঞ্চগড় শহরের রাজনগর নতুনবস্তি এলাকার মৃত আব্বাস আলীর পূত্র জাকির হোসেন রাজু  কর্মরত চিকিৎসক ডা.  ফজলে হাসান সিদ্দিকী নাঈমের  উপড় আর্তকিত হামলা করে । তারই প্রতিবাদে বৃহষ্পতিবার সকালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে সিভিল সার্জন অফিসের সামনে এই কর্মসূচি পালন করে চিকিৎসকগন। এসময় তারা কালো ব্যাচ ধারন করেন। 

এসময় বক্তারা আতর্কিত হামলাকারী জাকির হোসেন রাজুকে অনতিবিলম্বে দাবী করে বলেন ‘ আমরা আজ নিরাপত্তাহীন অবস্থায় দায়িত্ব পালন করছি। তবে কোন চিকিৎসক বা কর্মচারী কেউ সেবা না পেলে অন্য চিকিৎসকের সরনাপন্ন হতে হবে। তারা বলেন আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। চিকিৎসকগন তাদের চারটি দাবী উপস্থাপন করেন। দাবীগুলো হলো; আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীকে দ্রƒত গ্রেফতার ও কঠোর বিচার, সকল চিকিসকের নিরাপত্তা নিশ্চিত করণ,পঞ্চগড়ে ২৫০ শয্যার হাসপাতাল চালু । বক্তব্য রাখেন বিএমএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডা. বাহারাম আলী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. এসএম রাজিউল রহমান রাজু, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফেরাজা বেগম (রীনা) সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ আবুল কাশেম . আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প. প. মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর . সদর আধুনিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আমির হোসেন, সদর আধুনিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা.  মনুসর আলী, পঞ্চগড় ডায়বেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফেরদৌস কামাল সদর আধুনিক হাসপাতালের কনসালটেন্ট (গাইনী) ডা.  এস আর রেজা  ডা.  আসাদুজ্জামান . ডা.  ছিদ্দিকুর রহমান   প্রমূখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত