পঞ্চগড়ে হত্যার মোটিভ সহ পরকীয়া প্রেমিক সহ দুইজন আটক

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৬:৫৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭

 স্ত্রীর পরকীয়ায় হত্যাকান্ডের রহস্য উদ্ধার ও স্ত্রী সহ পরকীয়া প্রেমিককে আটক করেছে পঞ্চগড় পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা। হত্যার ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলায়। জানা যায়, আটকৃতরা হলেন পরকীয়ায় শিকার হওয়া নিহত জুয়েল ইসলাম (৪০) এর স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার ওরফে শ্যামলী (৩৪ কে তার বাবার বাড়ি বোদা উপজেলার ঝলঝলি ও পরকীয়া প্রেমিক মোঃ নশিরুল হক (৪২)কে বীরগঞ্জ উপজেলার ভবানীপুর আজিজুল ইসলামের মালিকানাধীন এনএ বি ভাটা থেকে আটক করা হয়। তার পিতা সলেমান আলী সাং জায়গীরজোত তেতুঁলিয়া। তাদের ২১ নভেম্বর পৃথক পৃথক সময় আটক করে পুলিশ। পুলিশ জানায় আটককৃতরা দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল ৯ টার দিকে ঘটিকার সময় তেঁতুলিয়া থানাধীন বাংলাবান্ধা মহানন্দা নদীর তীরে বালুর চরে স্থানীয় লোকজন রক্তের দাগ ও আলগা বালু দেখতে পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের বালু সরাইয়া বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।এরপর ভিকটিমের ভাই মোঃ আব্দুল আজিজ (৩৫), তেঁতুলিয়া মডেল থানায় হাজির হয়ে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার (২৩ নভেম্বরব) আটককৃত দুইজনকে তেতুঁলিয়া আমলী আদালতে সোর্পদ করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত