পঞ্চগড়ে সবজির বাজারে নেই সুখবর, বাড়তি অবারো কাঁচামরিচের দাম
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৮:০৯ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
একদিন পরেই কমলো ডিমের দাম। আবার দুইদিন পরেই বেড়েছে কাচাঁমরিচের দাম। সবজির বাজার এখনো নাগালে নেই। দিশেহারা পঞ্চগড়ের শ্রমজীবীরা।সবজির বাজার নিয়ে দিশেহারা হয়ে পড়েছে সব শ্রেণির মানুষ। তবে দুই-একটির দাম ১০/১৫ টাকা কমলেও সব সবজির দাম আকাশছোঁয়া
পঞ্চগড় বৃহষ্পতিবার বিশেষ অভিযানের পর শুক্ররবার দুপুরের পর ডিমের দোকান অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। এনিয়ে গ্রাহক সাধারন ফেসবুকে স্ট্যাটাসও দেন।এরপরেই শনিবার এসব ডিমের দোকান খোলা হয়। বাজার ঘুরে দেখা যায় প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং একডজন ১৫০ টাকা। অথচ কয়দিন লাগাতার ভাবে ৫৪ টাকা হালি ডিম বিক্রি হতে দেখা যায়।
এছাড়া কাঁচা মরিচের আমদানীর খবরে পঞ্চগড় বাজারে গত দুইদিন এককেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৬০ টাকা থেকে ৩ শত টাকা। তবে শনিবার আবরো ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে এই কাঁচা মরিচ। এক জিলাপী ও বড়া ব্যবসায়ি বলেন‘ আমি পড়শু কিনলাম ২৬০ টাকা কেজি। মনে করলাম দাম আরো কমবে ‘ কিন্তু আজ আবারো ৩৫০ টাকা কেজি কিনতে হলো কাঁচা মরিচ।
এদিকে পেঁয়াজ পাইকারি ১০৫ ও খুচরা ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা ৬০ টাকা থেকে ৮০ টাকা পটল ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা,সবজি কচু ৬০ টাকা, লাউ ৩০ টাকা থেকে ৪০ টাকা। আদা ও রসুন ২২০ টাকা থেকে ২৬০ টাকা কেজি।বেড়েছে সোনালি মুরগীর দাম। কয়দিন আগে সোনালি মুরগী বিক্রি হতো। যা বেড়ে ৩শত টাকায় ঠেকেছে। বয়লার ২০০ টাকা বেড়ে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমছেনা চাউলের দাম। জিয়া উদ্দীন নামে এক চাকরীজীবী বলেন ‘ ভাই আমরা আর পারি না। একটু লেখালেখি করেন। সব কারসাজি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত