পঞ্চগড়ে শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মীসভা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৯:২৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:০২
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য, পঞ্চগড়ে জামায়াতে অঙ্গ সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মী সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। রোববার (২৭ অক্টোবর) দুপুরে সংগঠনটির পঞ্চগড় শাখার আয়োজনে পঞ্চগড় চেম্বার ভবনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় শাখার সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানি, জেলা জামাতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা শিবিরের সাবেক সভাপতি নাসির উদ্দিনসহ জামাতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, গণ অভ্যুথানের মাধ্যমে ফ্যসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শ্রমিক কল্যান ফেডারেশনের অধীনে এক হাজার ট্রেড ইউনিয়ন সৃস্টি হয়েছে। আগামিতে শ্রমিক কল্যান ফেডারেশন কে শক্তিশালী করার জন্য দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ট্রেড ইউনিয়ন করার ঘোষনা দেন বক্তারা।।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত