পঞ্চগড়ে  শীতের আমেজ  বাড়বে তীব্রতা

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:২৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৩০

তাপমাত্রা এখন ১৫ বা ১৬’র ঘরে ওঠানামা করছে। প্রায় এক সপ্তাহ ধরে শীত বাড়তে পারে তার উষ্ণতা ছড়িয়ে পড়ছে পঞ্চগড় জেলার সবর্ত্র। মানুষ এখন গরম কাপড়ে বাড়ির বাইরে বের হচ্ছে। সামনে তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়া কর্মকর্তারা।  

উত্তরের শেষ জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেতুঁলিয়া আবহাওয়া অফিস মঙ্গলবার সর্বনি¤œ তাপমাত্রা রের্কড করেছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল সোমবার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ১৭ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সারাদিন রোদের দাপট ছিলনা। শীতের উষ্ণতা নিয়ে মানুষকে বাড়ির বাইরে শহর-বন্দরে ঘুরতে দেখা গেছে। ভোরের আলোয় কুয়াশার আর্বিভাব দেখা গেছে সমাঠ-প্রান্তরে। ৫০ বছর বয়সী অটো চালক সফিকুল জানায় আজ সারাদিন তেমন গরম অনুভূত হয়নি। 

এদিকে পঞ্চগড় জেলা প্রশাসন ইতোমধ্যে সরকারের কাছে শীতবস্ত্র চেয়ে পত্র প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসক মো. সাবেত আলী।

পঞ্চগড়ের কাপড় ব্যবসায়িরা তাদের দোকানে থরে থরে গরম কাপড়ের পরসা সাজিয়ে রেখেছে। ব্যবসায়িরা বলছেন এখনও শুরু হয়নি তেমন বেচাকেনা। তবে কিছু কিছু মধ্যবিত্তরা গরম কাপড়ের দোকানে আসছে। বেচাকেনা এখনও জমেনি।তাদের ভাষ্যমতে নভেম্বরের শেষে গরম কাপড়ের বেচাকেনা শুরু হতে পারে। তা জমে উঠবে ডিসেম্বরে।

এদিকে তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এটা শীত মৌসুম। নভেম্বরে শেষে অথবা ডিসেম্বরের শুরুতে শীতের তীব্রতা বাড়তে পারে।  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত