পঞ্চগড়ে শারদীয় দূর্গাপুজায় সিসি ক্যামেরা বিতরণ

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৪, ১৭:১৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:০৭

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সদর উপজেলার ৫০টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও মেমোরি কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার (৬অক্টোবর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে আনুষ্ঠানিক ভাবে সিসি এসব ইলেট্রনিক পণ্য বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। দূর্গাপুজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজামন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তবে তাদের যেনো সহজে চিহ্নিত করা যায় সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা যায়, সদরউ উপজেলার ৫০টি পূজা মন্ডপে সিসি ক্যামেরার সাথে ৫০টি মেমোরি কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে সদর  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লায়লা আরজুমান, ও সদর উপজেলার ইউপি চেয়ারম্যান সহ পূজামন্ডপের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত