পঞ্চগড়ে রফিকুলের ছুরিতেই গলাকেটে হত্যা, আমজাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দী

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০ | আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২

অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে রফিকুল ইসলাম ওরফে ডুবু (৭০) হত্যার আসামী আরমান ইসলাম ওরফে আমজাদ (২৬)। সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার(২সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুল রহমান মুন্সী তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুুলে ধরেন।ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ আগস্ট পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের টুনিরহাটস্থ জনৈক মাহাবুব আলম প্রধানের সমিলের ঘরের বারান্দায় তাকে গলাকেটে হত্যা করে আরমান। তার বাড়ী টুরিহাট প্রধান পাড়ায় বাবার নাম রফিকুল ইসলাম।
পুলিশ সুপার জানান ঘটনার দিন গভীর রাতে রফিকুল ইসলাম ওরফে ডুবু ও আসামী আরমান ইসলাম ওরফে আমজাদ তাস (রামী) খেলছিল। এসময় আসামী গেমে জিতে গেলে বিটের বাজীকৃত টাকা নিয়ে রওনা হলে রফিকুল তার ঘরে থাকা কার্তি দিয়ে পেছন থেকে আসামীর পিঠে আঘাত করে এসময় ক্ষিপ্ত হয়ে আমজাদ ওই কার্তি কেড়ে নিয়ে রফিকুলকে গলায় প্রথমে পোচ দেয়। এরপর গলা ধরে মাটিতে ফেলে জবাই করে।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান আটকের পর তাকে আদালতে তোলা হলে আমজাদ খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত