পঞ্চগড়ে মহানবীকে নিয়ে কটুক্তি করায় মিছিল ও বিক্ষোভ প্রদর্শন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৪ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭
সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের আয়োজনে শুক্ররবার জুম্মার নামাজ আদায়ের পর বৃষ্টির মধ্যে দলে দলে মুসল্লিরা একত্রিত হয় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে। এরপর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ ও খেলাফত মজলিস পঞ্চগড়’র সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ অন্যান্য ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত