পঞ্চগড়ে বেড়েছে আলু পেয়াঁজের দাম চাউলে উর্দ্ধগতি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১৮:৩৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০
পঞ্চগড় সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও চাউলের বাজারে নেই সুখবর। প্রায় তিন-চারমাস যাবত মোটা চিকন সহ সব ধরনের চাউলের দাম বেড়েছে।
পঞ্চগড় বাজার সহ জেলার প্রতিটি উপজেলার হাট-বাজারে একই চিত্র দেখা গেছে। মোটা চাউল এখন ৫৪/৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের চিকন চাউল এখন ৬৩ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে আগাম জাতের আমন চাউল উঠলে দাম কমার কোন লক্ষণ নেই।
এদিকে সবজির দাম অনেকটাই কমে আসলেও বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। প্রতি কেজি কাডিনাল আলু এখন ৬০ টাকা কেজি। দেশী আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। এলসির পেয়াঁজ ১০০ টাকা ও দেশী পেয়াঁজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। ব্যবসায়িদের অনেকে বলেন, দেশী পেঁয়াজের দাম বেশী হওয়ায় আমরা এখন ভারতীয় পেঁয়াজ আনছি।
কমেছে কাঁচামরিচের দাম। চারশত টাকার কাঁচা মরিচ এখন ১৬০ টাকা থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা রসুনের দাম কবে বেড়েছে তা একন সবার মনে অজানা। আদা ২৪০ ও রসুন ২২০ টাকা থেকে ২৬০ টাকা কেজি।
শীতকালিন সবজির দাম এখনো বেশী হলেও আগের তুলনায় ানেকটাই কমেছে। ফুলকপি ৫০ টাকা থেকে ৬০ টাকা, শিম ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমে গেছে লাউয়ের দাম। ৫০/৭০ টাকা প্রতি পিস লাউ একন ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
পঞ্চগড় বাজার ঘুরে শনিবার দেখা গেছে, বেড়েছে সোনালি ও বয়লার মুরগীর দাম। সোনালি এখন ২৬০ টাকারস্থলে ৩০০ টাকা ও বয়লার ১৭০ টাকাস্থলে ১৯০ টাকা কেজি। ডিমের দাম এখনো নাগালে আসেনি। প্রতি হালি ডিম ৪৮ টাকা হালি বিক্রি হচ্ছে।কমেনি মাছের দাম। প্রতিকেজি মাছে ২০ টাকা থেকে ৫০ টাকা বেড়েছে। সদর উপজেলার আমতলা এলাকার হাসিবুল ইসলাম বলেন আলু ও পেঁয়াজের এতো দাম। আমরা তো দিশেহারা। নিত্যপন্যের দাম নিয়ে সর্বমহলে আলোচনা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত