পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৪, ১৮:২০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:২২
পঞ্চগড়ের বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তরুনদের সম্পৃক্ত করি, উন্নয়ন নগর গড়ি’ এই শ্লোগান নিয়েসোমবার সকালে জেলা প্রশাসক অফিস চত্ত্বর থেকে গণপূর্ত বিভাগ ওজেলা প্রশানের আয়োজনে একটি র্যা লি বিভিন্ন সড়ক ঘুরানো হয়।র্যা লি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক,সার্বিক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান সরকার,সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তর ও প্রশাসনের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত