পঞ্চগড়ে প্রচণ্ড গরমে হাসফাস জনজীবন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪

পঞ্চগড়ে কয়দিনের গরমের দাপটে মানুষের জীবন দূর্বীসহ হয়ে পড়েছে। ফলে অতি গরমে অস্থিরতা বেড়েছে মানুষের মাঝে। তবে তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে ২/৩ দিনে বৃষ্টপাতের সম্ভবনা নেই।

পঞ্চগড়ে বেশকিছুদিন ধরে প্রখর রোদ দেখা দেওয়ার সাথে গরমে জনজীবন কাহিল হয়ে পড়েছে। ভ্যাসপা গরমের সাথে মানুষের  শরীরে ঝরছে ঘাম। মানুষ বিশেষ কাজ ছাড়া বাড়ির বাইরে তেমন একটা বের হচ্ছেনা। মোলানীর কোরবান আলি বলেন এতো গরম ভাই সহ্য হয়না

এদিকে গত তিনদিন ধরে একই তাপমাত্রা বিরাজ করছে এজেলায়। তেতুলিয়া  আবহাওয়া দপ্তর জানায় শুক্রর, শনি ও রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।  

তেতুলিয়া  আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান ২৪ অথবা ২৫ সেপ্টেম্বরের আগে বৃষ্টিপাতের সম্ভবনা কম। গরমের বিষয়ে বলেন গরমকাল তাই গরম তো হবে। বঙ্গপোসাগরে একটি লঘুচাপ দেখা গেছে। ২৫ সেপ্টেম্বরের পর বৃষ্টি হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত