পঞ্চগড়ে পল্লী বিদ্যূৎতের কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতি ও বৈষম্য অপসারনের দাবিতে মানববন্ধন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩

‘হঠাও আরইবি বাঁচাও দেশ গড়ো নতুন বাংলাদেশ’ শ্লোগানে পঞ্চগড়ে পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকতা-কর্মচারীরা পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।৮০ পল্লী বিদ্যূৎত সমিতির নির্যাতিত-নিপীড়িত ৪৫০০০ কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে সোমবার [৩০ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন পল্লী বিদ্যূৎ সমিতির জেনারেল ম্যানেজার [জিএম) বাচ্চু মিয়া, সহকারি জেনারেল বোদা, ম্যানেজার জয়নুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার [ডিজিএম) গোলাম রব্বানী প্রমূখ। তারা বলেন, গ্রাহকদের সাথে সর্ম্পকবিহীন অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত বিআরবি। এ প্রতিষ্ঠানটির গ্রাহকদের বিদ্যূৎ সেবার দায়িত্ব মাঠ পর্যায়ের ৮০টি পল্লী বিদ্যূৎ সমিতিকে দিয়ে মধ্যসত্বভোগি হিসেবে শুধু মুনাফা ভোগ করছে।চরম হয়ারনীর হচ্ছে বিদ্যূৎ গ্রাহকগন।এছাড়া আরইবি স্টোরে বিপুল পরিমাণ মালামাল মজুদ থাকলেও পবিসকে অকার্যকর করা লক্ষ্যে  ওব্যক্তিগত মুনাফার লোভে পবিসকে মালামল দিচ্ছে না। তারা দুর্নীতির মাধ্যমে উচ্চ মূল্য দিয়ে নি¤œমানের মালামাল যেমন ট্রান্সফরমার,মিটার, খুঁটি, ইন্সুলেটর এ্যারেফা ক্রয় করে সরকারি অর্থ লুটপাট করছে। বার বা তাগিদ দেওয়া সত্বেও প্রয়োজনীয় সংখ্যাক উপকেন্দ্র ও বিতরণ লাইনের স্ট্র্যার্ন্ডাড  লাইন স্থাপন না করে গ্রাহক হয়রানী করে আসছে।আরইবি পবিসের একজন ক্রু দিয়ে ১০ ক্রুর কাজ করিয়ে নিচ্ছে।তারা আরো বলেন পদ, পদবী, পদোন্নতি , পদমর্যাদা একই পদে গ্রেড বৈষম্য সরকার ঘোষিত পে-স্কেল ও অন্যান্য সুবিধাদি আরইবি যথাসময়ে গ্রহণ করলেও পবিসে সে বিসয়ে বিমাতাসূলভ আচরন অডিট ও মনিটর্রিংয়ের নামে প্রশিক্ষণে উত্তীর্ণ করানোর নামে ঘূষ আদায়, ইন্সুরেন্স ও রিভলিং ফান্ডেরনামে ডিএসএল পরিশোধের নামে পবিস থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আরইবিতে মজুদ করেছে। এই টাকা লগ্নি করে তারা ব্যক্তিগত মুনাফা গ্রহন করছে। বক্তরা বলেন দুনর্িিতগ্রস্ত ও াযোগ্য প্রতিষ্ঠান আরইবির ১৬৮৫ জন কুচক্রী কর্মকর্তা-কর্মচারীর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে পবিসে নিয়োজিত ৪৫০০০ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পাশে সলেকে দাঁড়নোর আহবান জানাই।এরপরে তারা জেলা প্রশাসকের নিকট স্বারকরিপি প্রদান করেন। স্বারকরিপিটি গ্রহন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক[সা.) আবু সাঈদ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত