পঞ্চগড়ে নিজ স্বার্থে সরকারী গাছ কর্তনের অভিযোগ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১৮:১৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:২৪
পঞ্চগড়ে সরকারি ফলজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সদর উপজেলার কামাতকাজলদীঘি ইউনিয়নের কুচিয়ারমোড় সুইচগেট বাজার এলাকায়। কোন রকম অনুমতি ছাড়াই সেখানকার ১টি সরকারি ফলজ গাছটি কর্তন করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান কুমির, তিনি ওই এলাকার মৃত মজির উদ্দীনের পুত্র। স্থানীয়রা অভিযোগ করেন, কোন রকম অনুমতি ছাড়াই পাঁচ-ছয়দিন আগে বাজারের ওপর অবস্থিত ছায়াযুক্ত এই ফলজ গাছটি কেটে ফেলেন তিনি। এর আগেও তার বিরুদ্ধে আরও দুটি গাছ কাটার অভিযোগ রয়েছে। বাজারের স্থানীয় দোকানদারদের মতে, কামরুজ্জামান তার জমিতে নতুন দোকান ঘর নির্মাণ করছেন। গাছটি তার দোকানের সামনে থাকায় এবং ভ্যান-রিকসা প্রবেশে সমস্যার কারণে তিনি এটি কেটেছেন বলে ধারণা করছেন। এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান কুমিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও গাছ কর্তনের বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে কামাতকাজলদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। গ্রাম পুলিশের মাধ্যমে গাছটি জব্দ করে ইউনিয়ন পরিষদে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারি গাছ কর্তনে ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত