পঞ্চগড়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:২৪ |  আপডেট  : ৩ মে ২০২৫, ০২:৪১

বাংলা বঙ্গাব্দ ১৪৩১ কে বিদায় জানিয়ে সারাদেশের মতো পঞ্চগড়ের সকল ধর্ম ও বর্ণের  মানুষ ১৪৩২ অভিবাদন জানিয়ে বাংলা নববর্ষ পালন করেছে। এ উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সকাল সাড়ে নটায় শুরু হয় দিনব্যাপি বৈশাখী মেলা।

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে দিনটিকে স্বরনীয় করে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল নটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি রঙিন শোভা যাত্রা বের করা হয়। বৈশাখী মেলা উদ্বোধনের পর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এছাড়াও লাঠিও হাডুডুখেলার পাশাপাশি মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়। 

এতে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা মহিলা বিষয়ক উপরিচালক ওয়াহিদুজ্জমান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদ;র উপজেলা নিবার্হী অফিসার মো. জাকির হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ , জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল  ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট রিনা পারভীন প্রমূখ অংশ গ্রহন করেন।

এছাড়া সামাজিক ও সাংষ্কৃতিক অঙ্গনের নর-নারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেকে বাঙ্গালিরুপে সাজিয়ে সড়কে শোভাযাত্রা কর্মসূচি পালন করে।এরপর অনুষ্ঠান শেষে পূরষ্কার বিতরণ করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত