পঞ্চগড়ে তৃণমূলে সচেতনতা বৃদ্ধিতে নারী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১৮:৫৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭
তৃণমূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ২০২৪-২০২৫ সোমবার এই সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজে বৈষম্যদূরীকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী শিশু নির্যাতন প্রতিরোধ ও মাদক বিষয়ে অবহিত করা হয়।
জেলা তথ্য অফিসার হায়দার আরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুর রহমান(ফরিদ)। আরো উপস্থিত ছিলেন শালডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক সুরঞ্জিত সেন গুপ্ত, ইউপি সদস্য জামাল উদ্দীন, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের, সফিকুল ইসলাম ও মমিনুল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত