পঞ্চগড়ে  তাপমাত্রা কমে ১৪ ডিগ্রি সেলসিয়াস

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৮:৫৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮

মেঘে ঢাকা ছিল পঞ্চগড়ের আকাশ। শীতের দাপট বাড়তে শুরু করেছে। বৃহষ্পতিবার সূর্যের আলো তেমন ছুঁতে পারেনি আকাশ জমিন। এদিন তেতুঁলিয়া আবহাওয়া দপ্তর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

মাঠে-ঘাটে এখন গরম কাপড়ে কাজ করতে যাচ্ছে কৃষক-কৃষাণি। শীতের উষ্ণতায় গগণে মেঘের পরশ। যা ছড়িয়েছে সবুজায়ন ভূমিতে। এ অঞ্চলের করতোয়া, ডাহুক, গোবরা, চাওয়াই, নাগর, ভেরসা, তালমা সহ নানা নদীর বিধৌত এলাকায় ভোরের শিশিরে ভেজা জমিতে ধান কাটা ও নানা ফসলি জমিতে ছুটে চলা মানুষের কোলাহল শুরু হয়। তারা ক্লান্তিকে বাই বাই জানিয়ে শীতের আমেজে কাজ-কর্মে মশগুল।

পথে প্রান্তরে শত সমস্যা কাটিয়ে জীবীকার তাগিদে ছুটছে শ্রমজীবীরা। মহানন্দা, করতোয়া, চাওয়াই , ডাহুক নদে শ্রমিকরা পাথর বালু তুলতে ও ব্যস্ত সময় পার করছে। হেমন্ত শেষ না হলেও হিমকণ্যা হিসেবে পরিচিত এ অঞ্চলে মৃদু বাতাস বইছে। ধারনা করা যায়, অগ্রহায়ন মাস শেষ হলেই পৌষ-মাঘে হাড়ঁকাপানো শীত পড়বে। 

 কদিন ধরে শীত গরমের প্রতিকুলতার ফলে মানুষের সদির্-জ্বর, নিউমোনিয়া গলা ও মাথা ব্যাথা নিয়ে অনেকে চিকিৎসকের কাছে সরনাপন্ন হচ্ছে। এতে শিশুরাও আক্রান্ত হচ্ছে শীত- গরমের প্রভাবযুক্ত রোগে। আক্রান্ত হচ্ছে সবাই। সদর আধুনিক হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে অনেককে ভর্তি করা হয়েছে। তবে কুয়াশার চাপ এখনো  বাড়েনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত