পঞ্চগড়ে টাপেন্ডাল ট্যাবলেট সহ মা ছেলে আটক

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৫৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫

পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট সহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের  বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানায় শনিবার রাত আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা নামক এলাকা থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন; জরিনা বেগম (৫৫) স্বামী আমিনুল ইসলাম ও তার ছেলে জাকিরুল ইসলাম (৩৫)। এ সময় তাদের নিকট নেশাজাতীয় ৩৫০ পিস টাপেন্ডাল ট্যাবলেট ও নগদ ১ লাখ ৬৩ হাজার ৩২০ টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন রবিবার তাদের আদালতে সোর্পদ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত