আদমদীঘিতে রাস উৎসব অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৮:০৮ | আপডেট : ৫ নভেম্বর ২০২৫, ২০:২৮
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন পালপাড়াতে উৎসব মূখর পরিবেশে রাস উৎসব পালিত হয়েছে। হিন্দু ধর্মালম্বীদের উৎসবের মধ্যে রাস উৎসব একটি অন্যতম উৎসব। গত মঙ্গলবার(৪নভেম্বর) রাতভর তালসন পালপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে উৎসবটি অনুষ্ঠিত হয়। কথিত আছে,রস থেকেই নাকি রাস শব্দরে সূচনা হয়েছিল। শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরন করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এই ধর্মীয় বিশ্বাস অনুসারে উৎসবটি করা হয়। হিন্দুসম্প্রদায়ের লোকজন মনে করেন পুর্নিমার উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। উৎসব কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক সনজিৎ কুমার পাল বলেন,প্রতি বছরের ন্যায় এবারও রাস উৎসবের আয়োজন করা হয়েছে। ভক্তদের মনের ইচ্ছা পূরণ ও পূর্নতা লাভ হোক রাস উৎসবের মধ্য দিয়ে এই প্রত্যাশা করি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত