নয়াদিল্লিতে শক্তিশালী ভূমিকম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ১৭:৩৯ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:১১

মাত্র দু-দিনের বিরতি। ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ সংলগ্ন অঞ্চল। সোমবার বিকাল ৪টে ২২ মিনিট নাগাদ দিল্লি-সহ নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ ও সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। এদিন রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এদিনের ভূমিকম্পেরও উৎসস্থল ছিল নেপাল, লখনউ থেকে ২৬৬ কিলোমিটার দূরে।  দু-দিনের মাথায় ফের দিল্লিতে জোরাল ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।

এর আগে গত শুক্রবার মাঝরাতে জোরাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৪। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে, লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে। মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতেও।

ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেলেও এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত