নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে মাশরাফি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৪:০৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:২২

নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। রোববার (২০ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্যাডে নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির সূত্রে জানা যায়, ৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন সদস্যপদে। সদস্য তালিকার চার নম্বরে রয়েছে তার নাম। এছাড়াও উক্ত কমিটিতে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন রয়েছেন উপদেষ্টা হিসেবে।

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার প্রথম জেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে পদ পেয়েছেন তিনি।

এদিকে মাশরাফি বিন মর্তুজা নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও নড়াইলবাসী।

জানা গেছে, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলু সাধারণ সম্পাদক হন।

সম্মেলনের দীর্ঘদিন পর ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ফজলুর রহমান জিন্নাহ, সৈয়দ মোহাম্মদ আলী, আঞ্জুমান আরা, গোলাম নবী, আইয়ুব আলী, এমদাদুল ইসলাম, শাহিদুল ইসলাম শাহী প্রমুখ।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বাবুল কুমার সাহা, রাসেদুল বাশার ডলার ও আবু হেনা মোস্তফা কামাল স্বপন। আইনবিষয়ক সম্পাদক হয়েছেন আলমগীর সিদ্দিকী।

সদস্য সোহরাব হেসেন বিশ্বাস, বিএম কবিরুল হক মুক্তি, অচিন কুমার চক্রবর্তী, মলয় কুমার কুণ্ডু, ওমর ফারুক, সরদাস মাহাবুব, উত্তম কুমার ঘোষসহ ৭৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত