নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ১২:৫৫ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০০

নেপালের রাজধানী কাঠমন্ডুতে বসছে ৭ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের পর্দা উঠবে ১৪ মার্চ। উৎসব চলবে ১৯ মার্চ পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ থেকে তিনটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। এবার ৬টি বিভাগে বিভিন্ন দেশের মোট ৮৮টি সিনেমা অংশ নিচ্ছে। গেল আসরে অংশ নিয়েছিল ৩৫টি দেশের ৯৫টি সিনেমা।

এবারের আয়োজনে থাকছে বাংলাদেশের তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সুপিন বর্মনের ‘অ্যা লেটার অব পোস্ট মাস্টার’, শায়লা রহমান তিথির ‘জয় বাংলা’ এবং আরাফাত মোহসীনের ‘এভরিথিং ইজ নাথিং’। ‘শর্টস ইন্টারন্যাশনাল’ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমাগুলো।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’র কেন্দ্রিয় চরিত্রর রতনকে কেন্দ্র করে নিরীক্ষাধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পোস্টমাস্টার’ সিনেমাটি। এরই মধ্যে দুটি উৎসবের সেরা পুরস্কার জয় করেছে ‘পোস্টমাস্টার’। উৎসবের তৃতীয় দিন (১৬ মার্চ) সকাল ১১টায় প্রদর্শিত হবে সিনেমাটি।

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন (১৭ মার্চ) বিকেল ৪টায় প্রদর্শিত হবে বিক্রমপুরের মেয়ে শায়লা রহমান তিথির সিনেমা ‘জয় বাংলা’। চলচ্চিত্রটি ইতোমধ্যে একটি জাতীয় ও একটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন সাজিন আহমেদ বাবু। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকি নাজমুল হক বাবু, শাশ্বত স্বপনসহ সহ আরও অনেকে।
 
সংলাপবিহীন সিনেমা ‘এভরিথিং ইজ নাথিং’। পরিচালনা করেছেন আরাফাত মোহসীন। ২১ মিনিট ব্যাপ্তির এ সিনেমাটি প্রদর্শিত হবে উৎসবের শেষ দিন (১৮ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে।
 

আয়োজক সূত্রে জানা গেছে, এবার উৎসবের জুরি প্রধান হিসেবে থাকছেন চীনের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফেই সিয়েহ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত