নির্বাচনে হেভিওয়েট আধিপত্য আর টিকবেনা, চব্বিশের বিপ্লব এখন ঘরে ঘরে: সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:২২ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:৩৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তথাকথিত ‘হেভিওয়েট’ রাজনীতিবিদদের পূর্বনির্ধারিত আধিপত্য আর টিকবে না। চব্বিশের অভ্যূত্থানের পর সবাই সেটা অনুধাবন করেছে। এবারের জাতীয় নির্বাচনে সেই সূত্রে বড় বড় রাজনৈতিক দলের বহু পরিচিত নেতা ভূমিধস পতনের মুখে পড়বেন।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়-১ আসনের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজে পরিবর্তনের আভাস স্পষ্ট। মানুষ শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে।
সারজিস আলম আরও বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিল, মানুষ এবার তাদের বিরুদ্ধে ভোট দেবে। গত এক বছর তিন মাস ধরে যারা মানুষের ওপর জুলুম করেছে, তারা এখন নির্বাচন সামনে রেখে ফেরেশতা সাজতে চাচ্ছে। কিন্তু মানুষ এই গিরগিটি চরিত্র চিনে ফেলেছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ অনেকের কথা শুনবে, কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক জায়গায় ভোট দেবে। শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ইনসাফের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে থাকা ১০ দলীয় ঐক্যবদ্ধ জোট বিজয়ী হবে এবং সরকার গঠন করবে।
তবে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন এনসিপির এই প্রার্থী। তার অভিযোগ, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এখনো ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, আজ সকালে একজন জামায়াতকর্মী আমার কাছে এসে অভিযোগ করেছেন তাকে বলা হয়েছে, ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন সারজিস আলম। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান এবং ১০ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নতুন বাংলদেশ বিনির্মাণে সকলের সহযোগীতা কামনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত