কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার মতবিনিময় সভায় নওশাদ জমির 

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:২০

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের ধাক্কামারা মনোয়ারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ পঞ্চগড় জেলা শাখার সভাপতি সালেকুজ্জামান (সালেকে’র) সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম (কাজল), পৌর বিএনপির ১ নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম (ইরান), সাধারণ সম্পাদক রাজু করিম, জেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ শাখার সহ-সভাপতি মাহবুব আলম, কার্যকরী সদস্য হারুনুর রশিদ (হিমেল)সহ সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। তিনি এ সময় সংগঠনের সকল সদস্যের কাছে ভোট ও দোয়া কামনা করেন।অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত