ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদণ্ড
এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:০২ | আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:০৬
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের জন্য আব্দুছ ছাত্তার (৩৮) নামক ব্যাক্তিকে আটক করে ১মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় এ অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্ত আব্দুস ছাত্তার কাজির গ্রাম এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর ইছামতি এলাকায় নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের, পরিবহন ও বিপননের সময় আব্দুস ছাত্তারকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, নদী ভাঙন রোধ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, সাজা ঘোষণার পর আব্দুস ছাত্তারকে পুলিশি পাহারায় থানায় আনা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত