নির্বাচনে পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে জাপান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৪১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে জাপান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত এই কথা জানান।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান থেকে ৩ জন পর্যবেক্ষক আসবে। তাদের সহায়তায় আরও ১৩ জন জাপান দূতাবাসের একটি টেকনিক্যাল টিম যুক্ত হবে। সব মিলিয়ে ১৬ জন ইসিতে নিবন্ধন করেছে। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আপনাদের বিস্তারিত বলতে পারবো না।

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আমাদের দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছি।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত