নির্বাচনের বিরুদ্ধে যতো বাধা আসুক তা আওয়ামী লীগ প্রতিহত করবে- ওবায়দুল কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১৬:০৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪

নির্বাচনের বিরুদ্ধে যতো প্রতিরোধ, অপরাজনীতি বা বাধা আসুক তা আওয়ামী লীগ প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা জানান।

যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এক-এগারোর মতো অস্বাভাবিক কোনো সরকার মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে। সরকার শুধু ইসিকে সহযোগিতা করবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ৷ দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ আমেরিকার সাথে বন্ধুত্বের সম্পর্কে কোনো সমস্য নেই। তবে কারো ফরমায়েশি গণতন্ত্রে দেশ চলবে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত