নির্বাচনী মামলায় গ্রেপ্তারের পর আবার জামিনে মুক্ত ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১৮:৫৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫

জর্জিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলায় গ্রেপ্তারের হয়ে ২০ মিনিট পরই জামিনে মুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মসমর্পণ করতে গেলে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। এর ২০ মিনিট পর জামিনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাউন্টি কারাগারে ট্রাম্পের বন্দী নম্বর P01135809। কারগারেরর ভেতরে ২০ মিনিট কাটিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কারা কর্তৃপক্ষ তাঁর মগশট নিয়েছে। এই প্রথম কোনো মামলায় ট্রাম্পকে মগশটের মুখোমুখি হতে হলো (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়)।

কারাগার থেকে বেরিয়ে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরে যান ট্রাম্প। তারপর সেখান থেকে ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে নিউ জার্সি গলফ ক্লাবে ফিরে যান। উড়োজাহাজে চড়ার আগে ট্রাম্প বলেন, ‘এখানে যা ঘটেছে, তা ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা। সবাই জানে, আমি কোনো ভুল বা অন্যায় করিনি। আমার বিরুদ্ধে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ফুলটন কাউন্টি কারা কর্তৃপক্ষ ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের মাগশট নেওয়ার পাশাপাশি তাঁর উচ্চতা, ওজন এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যও নথিবদ্ধ করেছে। সেই নথিতে বলা হয়েছে, ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ওজন ৯৭ কেজি ৫০০ গ্রাম। চোখের রঙ নীল এবং চুলের রঙ সোনালি বা স্ট্রবেরি।

ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ার ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেন। গত ১৪ আগস্ট ফ্যানি উইলিস বলেছিলেন, নির্বাচনের ফলাফল নিয়ে জর্জিয়ার আইনি প্রক্রিয়া অবলম্বনের বদলে অভিযুক্তরা সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়েন। ভোটের ফল বদলে দিতে এই পথে হাঁটেন তাঁরা।

এর আগে চলতি বছরের এপ্রিলে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় গ্রেপ্তার হতে হয় ট্রাম্পকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত