নিরাপত্তা চাইলেন কারামুক্ত শিক্ষক হৃদয় মণ্ডল
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ২১:০৫ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১০
কারামুক্তির পর নিজের নিরাপত্তা চেয়েছেন মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় রোববার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।
এর আগে দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়ার আদালত শুনানি শেষে হৃদয় মণ্ডলকে ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুরের আদেশ দেন।
কারামুক্তির পর হৃদয় মণ্ডল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রের কাছে আমার চাওয়া এরকম ঘটনা যেন আর না ঘটে। আমি নিরাপত্তা চাই। আর কাউকে যেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমি চাই, আমার পথেঘাটে বের হতে আর যেন কোনো সমস্যা না হয়। এজন্য প্রশাসনের সহযোগিতা চাই।
হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার বলেন, কয়দিন আমরা খুব কষ্টে ছিলাম। একেকটি দিন একেক বছরের মতো দীর্ঘ মনে হয়েছে। আদালতের রায়ে খুশি। আমি আরও খুশি হবো, যদি মামলার কার্যক্রম পুরোপুরি শেষ হয়ে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত