নিখোঁজ পর্যটকের লাশ দুই দিন পর উদ্ধার
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১৫:০৬ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:২১
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আবদুল্লাহ আল মারুফের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রের সুগন্ধা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী সুপারভাইজার বেলাল উদ্দিন। তিনি জানান, গত ১৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হয় মারুফ। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না।
বুধবার সাড়ে ১২টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল। উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত