নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: ডিএমপি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬
পেট্টোল বোমা নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, নাশকতা বন্ধে কোথাও কাউকে খোলা পেট্টোল বিক্রি করতে দেয়া হবে না।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম ৩০ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে রাজধানীতেই ১০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়াও গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জে ৪টি আগুনের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া ৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত