নামিবিয়াকে হারিয়ে সেমির পথ আরো উজ্জ্বল করলো নিউজিল্যান্ড

  ক্রীড়া ডেস্ক:

প্রকাশ: ৫ নভেম্বর ২০২১, ১৯:৫৬ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০১

দল হিসেবে বল ও ব্যাট হাতে লড়াইটা ভালোই করেছিল নামিবিয়া। শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে পারেনি দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ৫২ রানে হেরেছে ইরাসমাস শিবির।

এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়া নামিবিয়া। তবে এই জয়ে বিশ্বকাপে সেমিফাইনালের পথ আরো উজ্জ্বল করলো নিউজিল্যান্ড।

শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করে ৪ উইকেটে ১৬৩ রান। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে নামিবিয়া।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে না পারলেও ব্যাট হাতে ছোট দল হিসেবে লড়াই করেছে নামিবিয়া। টপ অর্ডার একটু ভালো করলেও পারেনি লেজের সারির ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ভ্যান লিঙ্গেন। জানে গ্রিন ২৩, ওপেনার স্টিফেন বার্ড ২১, ডেভিড ওয়াইজ করেন ১৬ রান। নিচের দিকে কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে সাউদি ও বোল্ট দুটি করে উইকেট নেন। সান্টনার, নিশাম ও সোধি পান একটি করে উইকেটের দেখা।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষের ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ফিলিপস ও নিশামের ব্যাটেই মূলত দেড় শ’ অতিক্রম করে দলটি।

দুই ওপেনার খুব জ্বলে উঠতে পারেননি। ১৮ বলে ১৮ রান করে প্রথম বিদায় নেন মার্টিন গাপটিল। ড্যারেল মিচেলও সেই পথেই হাটেন। ১৫ বলে করেন ১৯ রান। অধিনায়ক কেন উইলিয়ামসন খেলেছেন ওয়ানডে স্টাইলে। ইরাসমাসের বলে বোল্ড হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ২৫ বলে ২৮ রান।

১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৯১। উইকেট পড়ে চারটি। সেখান থেকে বাকি ৫ ওভারে নিশাম ও ফিলিপস তোলেন ব্যাটে ঝড়। বাকি ৩০ বলে রান আসে ৭২। ১৭ রান করে কনওয়ে রান আউট। তবে ২১ বলে তিন ছক্কা ও এক চারে ৩৯ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ২৩ বলে এক চার ও দুই ছক্কায় ৩৫ রানে নট আউট জেমস নিশাম।

নামিবিয়ার হয়ে একটি করে উইকেট নেন বার্নার্ড, ওয়াইজ ও ইরাসমাস।

গ্রুপ-২-এ চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো নিউজিল্যান্ড। চার ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। চার ম্যাচে দুই হার ও জয়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আফগানিস্তান। তিন ম্যাচে এক জয় পাওয়া ভারত রয়েছে চতুর্থ স্থানে। দলটির পয়েন্ট মাত্র ২।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত