নানা আয়োজনে শিবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন
প্রকাশ: ১ নভেম্বর ২০২৪, ১৮:৩০ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়া শিবগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর শপথ পাঠ (নির্বাচিত), আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার এনামুল করিমসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত