নাটোরে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১৬:২০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০৩

নাটোরে পাথরবোঝাই ট্রাক থেকে প্রায় চার কোটি টাকার হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে নাটোর পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থের এই মাদক জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ সদরের মিয়া সাহেবপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে মো. সাগর আলী (২১), এবং ট্রাকের হেলপার গাজীপুরের কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মো. সেলিমের ছেলে মো. সালাহ উদ্দিন (২১)।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হলুদ রঙের একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১২-০৬৬৮) তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

তিনি আরও জানান, ট্রাকের পাথরগুলো কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। এছাড়া ট্রাকে হেরোইন বহনের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা-ও খুঁজে বের করা হবে। 
আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত