নাটোরে আ.লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১৩:০০ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭

নাটোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৩ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অধিকাংশ জনের নামেই মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূঁইয়াসহ ১৮ জন, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুইজন, বাগাতিপাড়ায় দুইজন, লালপুরে চারজন, গুরুদাসপুরে একজন ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

 

 

সা/ই

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত