নাইম হত্যা মামলার প্রধান আসামি রাজু 'বন্দুকযুদ্ধে' নিহত
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ১০:২৩ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০০:৫২
সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি রাজু র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে। সে একাধিক মাদক মামলার আসামি।
শনিবার দিবাগত রাত ২টার সময় কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। তার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। র্যাবের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকা সংলগ্ন হায়দ্রাবাদনগর গ্রামে নাইমকে গুলি করে হত্যা করা হয়। নাইম জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকারের ছেলে। গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া হলেও তারা সপরিবারে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতো। সাংবাদিকতা ছাড়ার পর পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সোর্স হিসেবে কাজ করতো নাইম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত