নাইজেরিয়ায় বন্যার্তদের বহনকারী নৌকাডুবি, ৭৬ জনের প্রাণহানি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৯:৫৭ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫
নাইজেরিয়ায় বন্যার্তদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। বন্যার পানি থেকে বাঁচতে নৌকাযোগে অপেক্ষাকৃত নিরাপদ স্থানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা। কিন্তু পথিমধ্যে এটি ডুবে গেলে প্রাণহানির ঘটনা ঘটে। গত শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, নৌকাডুবিতে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এলাকা বন্যার পানির নিচে তলিয়ে যাওয়ায় অপেক্ষাকৃত নিরাপদ এলাকার দিকে যেতে বাধ্য হন তারা। সেজন্যই নৌকাযোগে অন্যত্র যাচ্ছিলেন তারা। কিন্তু নৌকাডুবিতে সব শেষ হয়ে যায়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। দেশজুড়ে নৌপরিবহন ব্যবস্থার নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত