নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া।মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত বক্তৃব্য দেন তিনি। বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, “ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে।”
তার বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় ওঠে রাজা পাতেরিয়ার বিরুদ্ধে। তাকে গ্রেফতারের দাবি জানান বিজেপির অনেক নেতা।সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যাও দেন। এতে তিনি বলেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি।
রাজা পাতেরিয়ার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এরপর সোমবার বিকালে রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র: এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত