নব্দিগঞ্জ-ভায়ারহাট সড়কে দুর্ঘটনায় আহত দুই
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪
কাউনিয়া উপজেলার বড়ুয়াহাট চারমাথার সন্নিকটে শনিবার রাতে সাইকেল চালক অনন্ত কুমার কে মটরসাইকেল আরোহী হারুনার রশীদ ধাক্কা দিলে উভয়ে আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে উপজেলার শিবু চওড়া পাড়া গ্রামের রবিচরণের পুত্র অনন্ত কুমার (৪২) বড়ুয়ার হাট চারতেপতি থেকে বাইসাইকেল যোগে শনিবার রাতে বাড়ি যাওয়ার পথে আশরাফ মাস্টার বাড়ি সংলগ্ন কবরস্থানের পার্শ্বে একই দিক থেকে আসা পীরগাছা উপজেলার জামগড় গ্রামের বাসিন্দা নুরুজ্জামানের পুত্র মোটর সাইকেল আরোহী মোঃ হারুনার রশীদ (৩৯) বাড়ী যাওয়ার পথে বাইসাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা দিলে উভয়ই গুরুতর আহত হন। আহতদের কে কাউনিয়া উপজেলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত