নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষে
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১৫:৩৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩০
বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। এতে খুশি হয়েছে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
জানা গেছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে থেকে মোট ২৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২০৬ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৮১'১০%। জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন।
এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল। তিনি এই প্রতিবেদককে বলেন, আমরা ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হবার পরামর্শ দিয়ে থাকি এবং শিক্ষকমণ্ডলীও পাঠদানে মনোযোগ দিয়ে আসছে। সেকারণে বরাবরই পরীক্ষার ফলাফল ভালো হয়ে থাকে।
অভিভাবকরা জানান, নারী শিক্ষা বিকাশে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেকারণে ছাত্রীরা ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পায়। আর এজন্যই পরীক্ষার ফলাফল ভালো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত