নন্দীগ্রাম উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১৫:৪২ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, নিরেন চন্দ্র, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, আব্দুল মান্নান মোল্লা, পৌর যুবলীগের আহবায়ক জাহিদুল হক সুজন, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান, নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ভাটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম শুকুর, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমন সরকার সোহাগ প্রমুখ। উক্ত বর্ধিত সভায় প্রতিটি ওয়ার্ডে যুবলীগের সম্মেলন সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।

- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত