নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ২০:৫০ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৫ টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মীর শাহে আলম, একেএম খায়রুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ। 

উক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলাউদ্দিন সরকারকে সভাপতি, বেলায়েত হোসেন আদরকে সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে উপজেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। সেইসাথে মো. আলেকজান্ডারকে সভাপতি, শফিউল আলম সুমনকে সাধারণ সম্পাদক ও গোলাম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত