নন্দীগ্রামে ৪ মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১৫:১৬ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৮
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে ৪ মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে উপজেলার চাকলমা রাস্তা হতে ৩০ গ্রাম গাঁজাসহ উপজেলার কাথম গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ (২২), বাবলু মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ (২২) ও কৈগাড়ি গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মারুফ হোসেন (২০) কে গ্রেপ্তার করে থানা পুলিশ।
তাদের নিকট থেকে ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে থানা পুলিশ। অপরদিকে বিকেল ৫ টা ২০ মিনিটে উপজেলার হাটকড়ই বাজার হতে ২৫ গ্রাম গাঁজাসহ উপজেলার হাটকড়ই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে রাশেদ আলী (৩২) কে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) থানা পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত