নন্দীগ্রামে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১৮:০৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ২০:২৭
বগুড়ার নন্দীগ্রামে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ১১ টা ১০ মিনিটে থানা পুলিশ উপজেলার দাঁতমানিকা গ্রামে একটি বাড়িতে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দাঁতমানিকা গ্রামের মৃত ওমর আলীর ছেলে উজ্জল হোসেন (৩২), একই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আহসান হাবিব (৪৫), মৃত আজিমুদ্দিনের ছেলে এমদাদুল হক (৬০) ও সিংড়া উপজেলার চক মাসিন্দা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪৮) কে গ্রেপ্তার করে।
থানা পুলিশ সেখান থেকে জুয়াখেলার সরঞ্জামাদিসহ নগদ ৫ হাজার ২৭২ টাকা উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত