নন্দীগ্রামে ২ ট্রাকের সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলো চালক
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১৯:৩০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৪:১০
বগুড়ার নন্দীগ্রামে ২ ট্রাকের সংঘর্ষে অল্পের জন্য প্রাণ রক্ষা পেলো চালক। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২ টায় বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ী নামক স্থানে নাটোর থেকে বগুড়া গামী একটি চালবাহী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ২০-৪৪৭৮ কে একইদিক থেকে আসা অপর একটি চালবাহী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ২০-৩১২৯ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির কেবিন দুমরেমুচড়ে যায়। এতে ট্রাক চালক কেবিনে আটকে পড়ে।
এ ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালক রবিউল ইসলাম (৪০) কে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সে পাবনা জেলার ইশ্বরদী উপজেলার অরনখোলা গ্রামের হামিদুল হকের ছেলে। থানার এসআই বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত