নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ: ২৮ জুন ২০২১, ২০:০৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪
বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার ভাটগ্রামের জয়নাল আবেদিনের ছেলে রফিকুল ইসলাম (৪১) ও আব্দুল বাছেদের ছেলে ফজলে রাব্বী (২৮) কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সোমবার (২৮ জুন) গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদকের সাথে আমাদের কোনো আপস নেই। থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদক বিক্রয় ও সেবনকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত