নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে অনুদান প্রদান

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৩:৪০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর সড়কপাড়ার নাজমা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তার পরিবারকে সরকারি ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। 

মঙ্গলবার (২২ জুন) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত নিহত নাজমা বেগমের পরিবারের হাতে ২০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ।   
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত